ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ধস ফেরাতে করের বিধান প্রত্যাহারের দাবি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৫৩৮ বার পঠিত

শেয়ারবাজারে ধস ফেরাতে নুতন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

 

গতকাল শনিবার (০২ নভেম্বর) সুপ্রিমকোর্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান।

 

বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন।

 

খসরুজ্জামান বলেন, শেয়ার বাজারের দীর্ঘ দিনের সংকট সমাধানে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার দিকে সরকারকে নজর দিতে হবে।বিনিয়োগকারীদের ট্যাক্স ফাইলে দেখানো অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ (মূলধন) শেয়ারবাজারে বিনিয়োগ করলে ওই অর্থের ওপর কর আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের বিধান চলতি অর্থ বছরের জন্য প্রত্যাহার করতে হবে।

 

তিনি বলেন, বিনিয়োগকারীদের এ নতুন সুযোগ দিলে ব্যবসায়ীদের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগের বিরাট সাড়া পড়বে। ফলে বিদেশে পাচারকৃত এবং দেশের অলস অর্থ বিনা করে বিনিয়োগের সুযোগ দিলে শেয়ার বাজারের ধস ফিরায়ে আনা সম্ভব। এবং মুদ্রা বাজারে অর্থের সরবরাহ বাড়লে অর্থনীতি চাঙা হবে।

 

নির্বাচন ব্যবস্থাপনা পদ্ধতি সংস্কার প্রসঙ্গে শাহ মো. খসরুজ্জামান বলেন, শিগগির নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে সারা দেশের আইনজীবীদের পক্ষ থেকে দেশে এক নতুন নির্বাচন পদ্ধতি চালু করার প্রস্তাব দেওয়া হবে। নতুন নির্বাচন পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে সংঘাতবিহীন স্বল্প খরচে ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

শেয়ারবাজারে ধস ফেরাতে করের বিধান প্রত্যাহারের দাবি

আপডেটঃ ০৫:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

শেয়ারবাজারে ধস ফেরাতে নুতন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

 

গতকাল শনিবার (০২ নভেম্বর) সুপ্রিমকোর্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান।

 

বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন।

 

খসরুজ্জামান বলেন, শেয়ার বাজারের দীর্ঘ দিনের সংকট সমাধানে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার দিকে সরকারকে নজর দিতে হবে।বিনিয়োগকারীদের ট্যাক্স ফাইলে দেখানো অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ (মূলধন) শেয়ারবাজারে বিনিয়োগ করলে ওই অর্থের ওপর কর আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের বিধান চলতি অর্থ বছরের জন্য প্রত্যাহার করতে হবে।

 

তিনি বলেন, বিনিয়োগকারীদের এ নতুন সুযোগ দিলে ব্যবসায়ীদের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগের বিরাট সাড়া পড়বে। ফলে বিদেশে পাচারকৃত এবং দেশের অলস অর্থ বিনা করে বিনিয়োগের সুযোগ দিলে শেয়ার বাজারের ধস ফিরায়ে আনা সম্ভব। এবং মুদ্রা বাজারে অর্থের সরবরাহ বাড়লে অর্থনীতি চাঙা হবে।

 

নির্বাচন ব্যবস্থাপনা পদ্ধতি সংস্কার প্রসঙ্গে শাহ মো. খসরুজ্জামান বলেন, শিগগির নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে সারা দেশের আইনজীবীদের পক্ষ থেকে দেশে এক নতুন নির্বাচন পদ্ধতি চালু করার প্রস্তাব দেওয়া হবে। নতুন নির্বাচন পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে সংঘাতবিহীন স্বল্প খরচে ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে।