কিশোর গ্যাং পরিচালনাকারীসহ গ্রেফতার ৫
- আপডেটঃ ০২:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৫১৭ বার পঠিত
রাজধানীর বৃহত্তর মোহাম্মদপুর এলাকা সন্ত্রাসের জনপদ, বা অপরাধীদের অভয়ারণ্য। এই জনপদের মানুষ এখন নির্বিঘ্নে, নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারছে না। বাসা থেকে বের হলেই আতঙ্কে চেপে ধরে মনে। গতকাল কিশোর গ্যাং পরিচালনাকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কিশোর গ্যাং।
গতকাল বুধবার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদ উদ্যান থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয়দের থেকে কিশোর গ্যাংদের ফিরে আসার অভিযোগ পেলে মোহাম্মদপুরের সেনাক্যাম্প থেকে তিনটি টহল দল উক্ত এলাকায় হাজির হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংরা পালানোর চেষ্টা করলে দুজন হাতেনাতে গ্রেফতার হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আস্তানায় গিয়ে কিশোর গ্যাং পরিচালনাকারী রাসেলসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।
তাদের সকলের হাতে এক প্রকার ট্যাটু পাওয়া যায়, যা তাদের কিশোর গ্যাংয়ের চিহ্ন হিসেবে প্রকাশ করে। তাদের সকলকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।