ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ২২৪ কোটি, বাড়ল ১৩ পয়েন্ট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৫১৮ বার পঠিত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২২৪ কোটি টাকা।

 

আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ পয়েন্ট।

 

ডিএসইর তথ্য মতে, আজ লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৬০ দশমিক ৫৯ পয়েন্টে ও ১ হাজার ১৯৬ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৬ দশমিক ৬৬ পয়েন্টে।

 

এ সময় ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির কোম্পানির শেয়ারের, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার।

 

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১১ দশমিক ০১ পয়েন্টে ও ৯ হাজার ৬৫ দশমিক ৯৮ পয়েন্টে।

 

আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৩৮ দশমিক ৮৪ পয়েন্টে ও ৯৬০ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৭১ দশমিক ৯৮ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার।

 

লেনদেন হওয়া ৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ২২৪ কোটি, বাড়ল ১৩ পয়েন্ট

আপডেটঃ ০৩:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২২৪ কোটি টাকা।

 

আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ পয়েন্ট।

 

ডিএসইর তথ্য মতে, আজ লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৬০ দশমিক ৫৯ পয়েন্টে ও ১ হাজার ১৯৬ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৬ দশমিক ৬৬ পয়েন্টে।

 

এ সময় ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির কোম্পানির শেয়ারের, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার।

 

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১১ দশমিক ০১ পয়েন্টে ও ৯ হাজার ৬৫ দশমিক ৯৮ পয়েন্টে।

 

আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৩৮ দশমিক ৮৪ পয়েন্টে ও ৯৬০ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৭১ দশমিক ৯৮ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার।

 

লেনদেন হওয়া ৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।