ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, দীর্ঘ যানজট
- আপডেটঃ ০২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৫৩৪ বার পঠিত
গাজীপুরে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় দুরদুরান্তের লোকজন পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
আজ শনিবার (০৯ নভেম্বর) সকাল ৯টা থেকে টি এন জেট গ্রুপ লিঃ গার্মেন্টসে শ্রমিকরা কলম্বিয়া মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অবরোধ করেন।
এন জেট গ্রুপের ওই কারখানাগুলো হলো-টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এতে সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের কথা জানানো হয়।
গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া গণমাধ্যমকে জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।