ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
গাজায় ত্রাণ নিতে গিয়ে অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে ‘বোমা আতঙ্ক’ ছড়ান মা: র‍্যাব মিটফোর্ডে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে: আসিফ নজরুল ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা: হেলথ পলিসি ওয়াচ আবারও ১০ দিন ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিল হুথিরা, নিহত ৪ শাপলা না হলে ধানের শীষও রাজনৈতিক প্রতীক হতে পারবে না: সারজিস ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, ভোগান্তিতে হাজারো মানুষ আজ এসএসসির ফল প্রকাশ, যেভাবে দেখবেন ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা

বৈষম্যবিরোধীদের ‘গণজমায়েত’ কর্মসূচি চলছে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৬২৫ বার পঠিত

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

 

আজ রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর সেখানে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ থাকায় আশেপাশের রাস্তাগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের পর ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে তারা রাজপথে আসতে পারবে কি না। আওয়ামী লীগকে এখন রাজনীতির চোখে নয় জ্যুডিশিয়াল লেন্সে দেখতে হবে।

 

এর আগে, আজ সকালে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষও শ্রদ্ধা জানান।

 

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে একইদিন পালটা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এর আগে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতা। আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেয়া হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

বৈষম্যবিরোধীদের ‘গণজমায়েত’ কর্মসূচি চলছে

আপডেটঃ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

 

আজ রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর সেখানে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ থাকায় আশেপাশের রাস্তাগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের পর ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে তারা রাজপথে আসতে পারবে কি না। আওয়ামী লীগকে এখন রাজনীতির চোখে নয় জ্যুডিশিয়াল লেন্সে দেখতে হবে।

 

এর আগে, আজ সকালে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষও শ্রদ্ধা জানান।

 

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে একইদিন পালটা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এর আগে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতা। আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেয়া হয়।