ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ৫১১ বার পঠিত

বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। তাদের অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করছে। যদিও একই অভিযোগ রয়েছে বাংলাদেশিদেরও। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকায়ও আগুন দেয়।

 

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার এই ঘোষণা দিয়েছে তারা।

 

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

 

জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত জানান, তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত তারা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবেন না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত।

 

এর আগে, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে তিনি এই কথা জানান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

যে কারণে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

আপডেটঃ ০২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। তাদের অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করছে। যদিও একই অভিযোগ রয়েছে বাংলাদেশিদেরও। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকায়ও আগুন দেয়।

 

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার এই ঘোষণা দিয়েছে তারা।

 

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

 

জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত জানান, তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত তারা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবেন না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত।

 

এর আগে, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে তিনি এই কথা জানান।