ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরে জিকা ভাইরাস ১১ ও চিকুনগুনিয়ায় ৬৭ রোগী শনাক্ত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৫৩৩ বার পঠিত

 

চলতি বছরে জিকা ভাইরাস ১১ জনের শরীরে এবং চিকুনগুনিয়া ভাইরাস ৬৭ জনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

আজ সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ কথা জানান।

 

তিনি বলেন, চলতি বছর চিকনগুনিয়ায় ৬৭ জন এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছেন। জিকা ও চিকুনগুনিয়া আক্রান্তের অধিকাংশ ঢাকার অধিবাসী।

 

তিনি আরও বলেন, ডেঙ্গু ভাইরাস শনাক্ত করতে নিয়ে এই দুটি ভাইরাসের রোগী মিলেছে। জিকা ও চিকনগুনিয়ায় মৃত্যুহার কম। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

তিনি জানান, দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বেশি হয়েছে। ২০ থেকে ৪০ বছর বয়সীরা বেশি মারা যাচ্ছে ঢাকায়। চট্টগ্রামে শিশু ও বৃদ্ধ মৃত্যুহার বেশি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

চলতি বছরে জিকা ভাইরাস ১১ ও চিকুনগুনিয়ায় ৬৭ রোগী শনাক্ত

আপডেটঃ ০৩:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

 

চলতি বছরে জিকা ভাইরাস ১১ জনের শরীরে এবং চিকুনগুনিয়া ভাইরাস ৬৭ জনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

আজ সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ কথা জানান।

 

তিনি বলেন, চলতি বছর চিকনগুনিয়ায় ৬৭ জন এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছেন। জিকা ও চিকুনগুনিয়া আক্রান্তের অধিকাংশ ঢাকার অধিবাসী।

 

তিনি আরও বলেন, ডেঙ্গু ভাইরাস শনাক্ত করতে নিয়ে এই দুটি ভাইরাসের রোগী মিলেছে। জিকা ও চিকনগুনিয়ায় মৃত্যুহার কম। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

তিনি জানান, দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বেশি হয়েছে। ২০ থেকে ৪০ বছর বয়সীরা বেশি মারা যাচ্ছে ঢাকায়। চট্টগ্রামে শিশু ও বৃদ্ধ মৃত্যুহার বেশি।