বাসে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে ১ জন নিহত
- আপডেটঃ ০৬:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ৫১৮ বার পঠিত
দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আবারও বাসের সিলিন্ডারে গ্যাস ভরার (রিফিল) সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আবুল কালাম (২১) নামের এক যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিদের ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে আল মদিনা নামের একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাম আবুল কালাম পেশায় রঙ মিস্ত্রি কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইমসহ (২৪) তিন জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ওই ফিলিং স্টেশনে আল মদিনা নামের একটি লোকাল বাস (চট্ট মেট্রো-ঝ ১১- ১৯৩০) গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিক ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবদীন জানান, বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গিয়ে মৃত্যু হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুর জখম রয়েছে। আশঙ্কাজনক হওয়ায় একজনকে নোয়াখালী ও অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের দাবি, বাসটিরও সিলিন্ডারে ত্রুটি ছিল, তাই বিস্ফোরণ ঘটেছে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ বলেন ,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা আছে। এর আগেও একই ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।
চলতি বছরের ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে আরও একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।