ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সার্ভার জটিলতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ৫৩৩ বার পঠিত

সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

 

আজ রোববার (০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

নিয়ম অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ব্যতীত স্বাভাবিক কার্যদিবসে সকাল ১০টায় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। কিন্তু সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সময়মতো লেনদেন শুরু হয়নি। এ কারণে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েছেন।

 

ডিএসইর ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়েছে, অপ্রতাশিত কারণে সকাল ১০টায় লেনদেন শুরু সম্ভব হয়নি। সমস্যার সমাধান হলে লেনদেন শুরুর সময় জানানো হবে। সার্ভার জটিলতা কাটিয়ে আজ কয়টা থেকে দিনের লেনদেন শুরু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ। তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু আছে।

 

এদিকে গুঞ্জন আছে, সাইবার আক্রমণে ডিএসইর লেনদেন বন্ধ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, কারিগরি ত্রুটিতে লেনদেন বন্ধ রয়েছে, সেটি নিয়ে কাজ করা হচ্ছে।

 

এর আগে, ২০২৩ সালের ০৫ জুলাই কারিগরি সমস্যার কারণে লেনদেনে বিভ্রাট দেখা দেয়, যা পরপর দুই দিন ধরে অব্যাহত ছিল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

সার্ভার জটিলতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

আপডেটঃ ০৪:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

 

আজ রোববার (০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

নিয়ম অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ব্যতীত স্বাভাবিক কার্যদিবসে সকাল ১০টায় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। কিন্তু সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সময়মতো লেনদেন শুরু হয়নি। এ কারণে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েছেন।

 

ডিএসইর ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়েছে, অপ্রতাশিত কারণে সকাল ১০টায় লেনদেন শুরু সম্ভব হয়নি। সমস্যার সমাধান হলে লেনদেন শুরুর সময় জানানো হবে। সার্ভার জটিলতা কাটিয়ে আজ কয়টা থেকে দিনের লেনদেন শুরু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ। তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু আছে।

 

এদিকে গুঞ্জন আছে, সাইবার আক্রমণে ডিএসইর লেনদেন বন্ধ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, কারিগরি ত্রুটিতে লেনদেন বন্ধ রয়েছে, সেটি নিয়ে কাজ করা হচ্ছে।

 

এর আগে, ২০২৩ সালের ০৫ জুলাই কারিগরি সমস্যার কারণে লেনদেনে বিভ্রাট দেখা দেয়, যা পরপর দুই দিন ধরে অব্যাহত ছিল।