শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুসংবাদ

- আপডেটঃ ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৫১৩ বার পঠিত
উত্তরের জনপদে কনকনে শীত থাকলেও রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এত জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও ফের দুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে ফের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে বলে জানানো হয়। আগামী সপ্তাহেই দেশের ওপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
তিনি জানান, দেশের ওপর দিয়ে আগামী ১৯ থেকে ২২ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে (২-৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে।
আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে।