ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে দুর্দান্ত জয় বরিশালের, আবারও ঢাকার হার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৫২১ বার পঠিত

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ রংপুরের কাছে বাজেভাবে হেরেছিল ফরচুন বরিশাল। শেষ ওভারে ৩০ রান তুলে তামিম-মুশফিকদের হতাশ ডুবিয়েছিলেন সোহান। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকা ক্যাপিটালসকে হেসে খেলে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।

 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে রাজধানীর দলটি।

 

এদিন ঢাকার ব্যাটিং ওপেন করতে নামেন তানজিদ হাসান ও লিটন দাস। এই জুটি ২৮ বলে ৩১ রান তোলার পর বরিশালের পেসার রিপন মন্ডল প্রথম আঘাত হানেন। ১৭ বলে দুই চারে ১৩ করে ফেরেন লিটন। মুনিম শাহরিয়ার এসে দাঁড়াতে পারেননি।

 

চার বল খেলে রানের খাতা খুলতে না পারা এই টপ অর্ডার ব্যাটসম্যানকে ফেরত পাঠান পেসার ফাহিম আশরাফ। ষষ্ঠ ওভারে ৩২ রানে দুই উইকেট হারানোর পর তানজিদের সঙ্গে জুটি বাধতে আসেন জিন পিয়েরে কোটজে। আগ্রাসী ব্যাটিংয়েই শুরুটা করেন নামিবিয়ার এই ব্যাটসম্যান।

 

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেও ডেভিড মালান ও তামিম ইকবালের ১১৭ রানের জুটিতে বড় জয় নিশ্চিত হয়েছে। তামিম ৪৮ বলে ৬১ এবং মালান ৪১ বলে ৪৯ রান করেন।

 

৮ ম্যাচে সাত হার ও এক জয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চিত্রনায়ক শাকিব থানের ঢাকা দল। অন্য দিকে বরিশাল ছয় খেলায় চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট নিয়ে সাত দলের টেবিলে দুই নম্বরে অবস্থান করছে। সাত খেলায় সাত জয়ে পূর্ন ১৪ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে শীর্ষে। দুইয়ে থাকা চিটাগং কিংসের চার খেলায় তিন জয় ও এক হারে সংগ্রহ ৬ পয়েন্ট।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

মাঠে দুর্দান্ত জয় বরিশালের, আবারও ঢাকার হার

আপডেটঃ ০৬:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ রংপুরের কাছে বাজেভাবে হেরেছিল ফরচুন বরিশাল। শেষ ওভারে ৩০ রান তুলে তামিম-মুশফিকদের হতাশ ডুবিয়েছিলেন সোহান। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকা ক্যাপিটালসকে হেসে খেলে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।

 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে রাজধানীর দলটি।

 

এদিন ঢাকার ব্যাটিং ওপেন করতে নামেন তানজিদ হাসান ও লিটন দাস। এই জুটি ২৮ বলে ৩১ রান তোলার পর বরিশালের পেসার রিপন মন্ডল প্রথম আঘাত হানেন। ১৭ বলে দুই চারে ১৩ করে ফেরেন লিটন। মুনিম শাহরিয়ার এসে দাঁড়াতে পারেননি।

 

চার বল খেলে রানের খাতা খুলতে না পারা এই টপ অর্ডার ব্যাটসম্যানকে ফেরত পাঠান পেসার ফাহিম আশরাফ। ষষ্ঠ ওভারে ৩২ রানে দুই উইকেট হারানোর পর তানজিদের সঙ্গে জুটি বাধতে আসেন জিন পিয়েরে কোটজে। আগ্রাসী ব্যাটিংয়েই শুরুটা করেন নামিবিয়ার এই ব্যাটসম্যান।

 

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেও ডেভিড মালান ও তামিম ইকবালের ১১৭ রানের জুটিতে বড় জয় নিশ্চিত হয়েছে। তামিম ৪৮ বলে ৬১ এবং মালান ৪১ বলে ৪৯ রান করেন।

 

৮ ম্যাচে সাত হার ও এক জয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চিত্রনায়ক শাকিব থানের ঢাকা দল। অন্য দিকে বরিশাল ছয় খেলায় চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট নিয়ে সাত দলের টেবিলে দুই নম্বরে অবস্থান করছে। সাত খেলায় সাত জয়ে পূর্ন ১৪ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে শীর্ষে। দুইয়ে থাকা চিটাগং কিংসের চার খেলায় তিন জয় ও এক হারে সংগ্রহ ৬ পয়েন্ট।