ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশ নারীদের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৫১৯ বার পঠিত

বোলার আর ফিল্ডাররা তাদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল। অল্প রানেই আটকে দিয়েছিল নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। লক্ষ্য সহজ হওয়ায় জিততে খুব একটা পরিশ্রম করতে হলো না ব্যাটারদের। সহজ জয়ে বিশ্বকাপে শুরুটা ভালো হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের।

 

আজ শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এদিন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাট করতে নেমে নেপাল ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায়।

 

মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

 

নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮ ওভার ২ বলে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

 

নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ছিল ফিল্ডারদের। ৫ জন ব্যাটার সাজঘরে ফিরেন রানআউট হয়ে। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার।

 

রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, ২১ রানে জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। আর ১২ রান করেন সুমাইয়া।

 

এরপর আফিয়া ইরাকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় মাচসেরার পুরষ্কার পান তিনি।

 

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশ নারীদের

আপডেটঃ ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বোলার আর ফিল্ডাররা তাদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল। অল্প রানেই আটকে দিয়েছিল নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। লক্ষ্য সহজ হওয়ায় জিততে খুব একটা পরিশ্রম করতে হলো না ব্যাটারদের। সহজ জয়ে বিশ্বকাপে শুরুটা ভালো হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের।

 

আজ শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এদিন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাট করতে নেমে নেপাল ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায়।

 

মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

 

নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮ ওভার ২ বলে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

 

নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ছিল ফিল্ডারদের। ৫ জন ব্যাটার সাজঘরে ফিরেন রানআউট হয়ে। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার।

 

রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, ২১ রানে জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। আর ১২ রান করেন সুমাইয়া।

 

এরপর আফিয়া ইরাকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় মাচসেরার পুরষ্কার পান তিনি।

 

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।