ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা: সিআইএ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৮:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৫৭৮ বার পঠিত

দীর্ঘ সময় ধরে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ছিল সারা বিশ্ব। কিন্তু কোথা থেকে এসেছিল এই মারাত্মক ছোঁয়াচে জীবাণু; আর কিসের মাধ্যমেই বা এর উৎপত্তি, এ নিয়ে প্রশ্নের অন্ত নেই। এ নিয়ে হয়েছে তদন্তও। এতোদিন সবার সন্দেহের তীরও যেন ছিল চীনের একটি ল্যাবের দিকেই। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) সেই একই ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি বলছে, চীনের উহানের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

 

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে গতকাল রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

 

ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি। এই মুখপাত্র বলেন, বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে।

 

করোনা কোনও প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে–এ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান জানিয়ে আসছে সিআইএ। তবে কখনো এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসার কথা জানায়নি মার্কিন সংস্থাটি।

 

রয়টার্স বলছে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সিআইএর সাবেক প্রধান উইলিয়াম বার্নস সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ ব্যাপারে তাগিদ দেন। গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।

 

এবার সিআইএ এ ব্যাপারে নিজেদের নতুন মূল্যায়ন জানাল। তবে এই মূল্যায়নে তাদের পুরোপুরি আস্থা এখনো আসেনি বলে সন্দেহ প্রকাশ করে সংস্থাটি। ট্রাম্প প্রশাসন জন র্যাটক্লিফকে সিআইএর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরই এসব মূল্যায়ন সামনে আনা হলো। গত বৃহস্পতিবার দায়িত্বে বসেছেন জন র্যাটক্লিফ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন জন র্যাটক্লিফ। আর করোনা উৎস নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনিও এখনো একমত। ট্রাম্প বারবার এই ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেছেন।

 

জন র্যাটক্লিফও বলে আসছেন, করোনা চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে থাকতে পারে। উহানের যে মাংসের বাজারে প্রথম এই ভাইরাস ছড়িয়েছে, তা ল্যাব থেকে ৪০ মিনিটের পথ।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে ৭০ লাখের বেশি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা: সিআইএ

আপডেটঃ ০৮:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

দীর্ঘ সময় ধরে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ছিল সারা বিশ্ব। কিন্তু কোথা থেকে এসেছিল এই মারাত্মক ছোঁয়াচে জীবাণু; আর কিসের মাধ্যমেই বা এর উৎপত্তি, এ নিয়ে প্রশ্নের অন্ত নেই। এ নিয়ে হয়েছে তদন্তও। এতোদিন সবার সন্দেহের তীরও যেন ছিল চীনের একটি ল্যাবের দিকেই। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) সেই একই ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি বলছে, চীনের উহানের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

 

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে গতকাল রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

 

ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি। এই মুখপাত্র বলেন, বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে।

 

করোনা কোনও প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে–এ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান জানিয়ে আসছে সিআইএ। তবে কখনো এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসার কথা জানায়নি মার্কিন সংস্থাটি।

 

রয়টার্স বলছে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সিআইএর সাবেক প্রধান উইলিয়াম বার্নস সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ ব্যাপারে তাগিদ দেন। গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।

 

এবার সিআইএ এ ব্যাপারে নিজেদের নতুন মূল্যায়ন জানাল। তবে এই মূল্যায়নে তাদের পুরোপুরি আস্থা এখনো আসেনি বলে সন্দেহ প্রকাশ করে সংস্থাটি। ট্রাম্প প্রশাসন জন র্যাটক্লিফকে সিআইএর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরই এসব মূল্যায়ন সামনে আনা হলো। গত বৃহস্পতিবার দায়িত্বে বসেছেন জন র্যাটক্লিফ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন জন র্যাটক্লিফ। আর করোনা উৎস নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনিও এখনো একমত। ট্রাম্প বারবার এই ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেছেন।

 

জন র্যাটক্লিফও বলে আসছেন, করোনা চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে থাকতে পারে। উহানের যে মাংসের বাজারে প্রথম এই ভাইরাস ছড়িয়েছে, তা ল্যাব থেকে ৪০ মিনিটের পথ।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে ৭০ লাখের বেশি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা।