ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিনের দরজা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫০৯ বার পঠিত

পর্যটকদের জন্য আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে। একই সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। ফলে ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না।

 

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটিতে ভ্রমণের সময়সীমা শেষ হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময়ে দ্বীপটি সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে। এর বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও। একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করবে প্রশাসন। একই সঙ্গে দুই ফেব্রুয়ারি মিটিং ডাকা হয়েছে।

 

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সেন্টমার্টিনে ২৩০টি হোটেল-রিসোর্ট-কটেজ রেস্তোরাঁ তৈরি হয়েছে। পর্যটন বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত দ্বীপের মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিনের দরজা

আপডেটঃ ০৪:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

পর্যটকদের জন্য আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে। একই সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। ফলে ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না।

 

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটিতে ভ্রমণের সময়সীমা শেষ হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময়ে দ্বীপটি সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে। এর বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও। একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করবে প্রশাসন। একই সঙ্গে দুই ফেব্রুয়ারি মিটিং ডাকা হয়েছে।

 

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সেন্টমার্টিনে ২৩০টি হোটেল-রিসোর্ট-কটেজ রেস্তোরাঁ তৈরি হয়েছে। পর্যটন বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত দ্বীপের মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন।