মুন্সিগঞ্জে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

- আপডেটঃ ০৩:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১৪ বার পঠিত
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা গেলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা যাহাবির (১৪) নামের হেলপারের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও সেতুতে এ ঘটনা ঘটে। নিহত যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
জানা গেছে, ওই বাসে মশার কয়েল জ্বালিয়ে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর চালক দ্রুত বেরিয়ে যেতে পারলেও হেলপার বের হতে পারেননি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, মশার কয়েলের আগুনে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ভিন্ন কোন ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করলে জানা যাবে।