ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ওমানে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক আজ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫২৬ বার পঠিত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ ওমানের মাস্কাটে অনুষ্ঠেয় অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, আইওসি সম্মেলনের এক ফাঁকে এই বৈঠকটি হবে।

 

জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে।

 

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারত মহাসাগর সম্মেলনের সাইড লাইনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

 

তাদের মধ্যে আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে হতে যাওয়া বিমসটেক সম্মেলনে আলোচনার টেবিলে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণেই বিশেষ গুরুত্ব পাচ্ছে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক।

 

গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকেই তাঁকে ফেরানোসহ নানা ইস্যুতে ঢাকা-দিল্লির টানাপোড়েন চলছে। সে উত্তাপে সম্প্রতি নতুন মাত্র যোগ করেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্প-মোদি বৈঠক।

 

বৈঠকে বাংলাদেশ প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

ওমানে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক আজ

আপডেটঃ ০১:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ ওমানের মাস্কাটে অনুষ্ঠেয় অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, আইওসি সম্মেলনের এক ফাঁকে এই বৈঠকটি হবে।

 

জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে।

 

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারত মহাসাগর সম্মেলনের সাইড লাইনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

 

তাদের মধ্যে আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে হতে যাওয়া বিমসটেক সম্মেলনে আলোচনার টেবিলে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণেই বিশেষ গুরুত্ব পাচ্ছে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক।

 

গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকেই তাঁকে ফেরানোসহ নানা ইস্যুতে ঢাকা-দিল্লির টানাপোড়েন চলছে। সে উত্তাপে সম্প্রতি নতুন মাত্র যোগ করেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্প-মোদি বৈঠক।

 

বৈঠকে বাংলাদেশ প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।