ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস উদ্দিন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৫১৯ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ।

 

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন।

 

অর্থপাচারের অভিযোগে, ২০১৬ সালে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় তাঁদের বিরুদ্ধে দেওয়া দণ্ডের কার্যকারিতাও স্থগিত করে আদালত। ১০ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

 

এর আগে, গত মঙ্গলবার (০৪ মার্চ) আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

 

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ২০১০ সালের ০৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। ২০১১ সালের ০৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস উদ্দিন

আপডেটঃ ১২:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ।

 

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন।

 

অর্থপাচারের অভিযোগে, ২০১৬ সালে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় তাঁদের বিরুদ্ধে দেওয়া দণ্ডের কার্যকারিতাও স্থগিত করে আদালত। ১০ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

 

এর আগে, গত মঙ্গলবার (০৪ মার্চ) আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

 

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ২০১০ সালের ০৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। ২০১১ সালের ০৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।