ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৫২০ বার পঠিত

নড়াইল সদরের গোবরা বাজার এলাকার শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন।

 

গতকাল শুক্রবার (০৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তিন নেতাকর্মী আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু’জনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

 

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।

 

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত, বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

আপডেটঃ ০২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নড়াইল সদরের গোবরা বাজার এলাকার শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন।

 

গতকাল শুক্রবার (০৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তিন নেতাকর্মী আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু’জনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

 

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।

 

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত, বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।