ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীসহ ৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৫১২ বার পঠিত

দেশে বেড়েছে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের অনুভূতি। এই অবস্থায় রাতের মধ্যে রাজধানীসহ দেশের ৩ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

গতকাল রবিবার (০৯ মার্চ) দিবাগত রাতে দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

 

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আজ সোমবার রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে চলতি মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে বজ্র ও শিলাবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই ৩ মাসের মধ্যে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনাও রয়েছে। তিন মাসের (মার্চ-মে, ২০২৫) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

 

তবে এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে ৫ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

রাজধানীসহ ৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

আপডেটঃ ১১:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

দেশে বেড়েছে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের অনুভূতি। এই অবস্থায় রাতের মধ্যে রাজধানীসহ দেশের ৩ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

গতকাল রবিবার (০৯ মার্চ) দিবাগত রাতে দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

 

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আজ সোমবার রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে চলতি মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে বজ্র ও শিলাবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই ৩ মাসের মধ্যে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনাও রয়েছে। তিন মাসের (মার্চ-মে, ২০২৫) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

 

তবে এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে ৫ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।