মার্ক কার্নি হচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

- আপডেটঃ ০১:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৫১০ বার পঠিত
প্রায় এক দশক পর জাস্টিন ট্রুডো অধ্যায়ের অবসান ঘটলো কানাডায়। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। আগামী কয়েকদিনের মধ্যেই তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো।
গতকাল রোববার (০৯ মার্চ) রাতে চারজন প্রার্থীর মধ্য থেকে মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। আর নিয়ম অনুযায়ী, এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন।
নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপের সমালোচনা করেন মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্যের প্রতিশ্রুতি না দিলে, মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ বহাল রাখার অঙ্গীকার করেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, কানাডায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোববার দলের নতুন নেতা বেছে নিতে ভোটাভুটি করে লিবারেল পার্টি। এতে ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন মার্ক কার্নি। পরে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
আগামী কয়েক দিনের মধ্যে বিদায়ী দলীয় নেতা জাস্টিন ট্রুডোর কাছ থেকে কার্নি দায়িত্ব নেবেন। তবে তিনি হয়তো বেশিদিন এই দায়িত্ব পালন করবেন না।
কানাডায় অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবে ধারণা করা হচ্ছে, কার্নি কয়েক সপ্তাহের মধ্যে আগাম নির্বাচন ঘোষণা করতে পারেন। বর্তমান জরিপে কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি।