ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ ৬ বিমানবন্দর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৫১৪ বার পঠিত

যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৯১টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আজ মঙ্গলবার (১০ মার্চ) এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এছাড়া রাজধানী মস্কোর চারটিসহ মোট ৬টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কয়েক ডজন ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে এবং ১২৬টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে।

 

রয়টার্স বলছে, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নেওয়ার সময় এবং রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় মঙ্গলবার ভোরের দিকে বিশাল এই ড্রোন হামলাটি শুরু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শহরের ওপর আক্রমণ প্রতিহত করছে। রাশিয়ার এই রাজধানী শহরের আশপাশের অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে ২ কোটি ১০ লাখ এবং এটি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ ৬ বিমানবন্দর

আপডেটঃ ০৬:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৯১টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আজ মঙ্গলবার (১০ মার্চ) এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এছাড়া রাজধানী মস্কোর চারটিসহ মোট ৬টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কয়েক ডজন ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে এবং ১২৬টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে।

 

রয়টার্স বলছে, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নেওয়ার সময় এবং রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় মঙ্গলবার ভোরের দিকে বিশাল এই ড্রোন হামলাটি শুরু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শহরের ওপর আক্রমণ প্রতিহত করছে। রাশিয়ার এই রাজধানী শহরের আশপাশের অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে ২ কোটি ১০ লাখ এবং এটি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।