ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৫১১ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে সহকর্মীরা।

 

আজ বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। পরে তারা মহাসড়ক অবরোধ শুরু করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে।

 

নিহত গার্মেন্টস শ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিক।

 

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না পাওয়ায় পরিচয়পত্র রেখে তিনি বাড়িতে চলে যান। আজ ভোরে কারখানায় যাওয়ার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তাঁরা।

 

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা-পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেটঃ ১২:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

সড়ক দুর্ঘটনায় এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে সহকর্মীরা।

 

আজ বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। পরে তারা মহাসড়ক অবরোধ শুরু করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে।

 

নিহত গার্মেন্টস শ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিক।

 

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না পাওয়ায় পরিচয়পত্র রেখে তিনি বাড়িতে চলে যান। আজ ভোরে কারখানায় যাওয়ার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তাঁরা।

 

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা-পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’