গণমাধ্যম সংস্কার কমিশনের ২০ সুপারিশ দিয়ে প্রতিবেদন জমা

- আপডেটঃ ০৩:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৫৩১ বার পঠিত
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে মোট ২০টি সুপারিশ করা হয়েছে। কমিশনের দাবি, যতোগুলো সুপারিশ করা হয়েছে, তার প্রতিটি তথ্যভিত্তিক।
আজ শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন।
পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, ২০টি সুপারিশ দিয়েছেন তাঁরা। ১২০ দিনের মধ্যে কাজ শেষ করেছে এই কমিশন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড় বলে জানান তিনি।
কামাল আহমেদ বলেন, ‘বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি ও বাংলাদেশ বেতার-টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। বাসস হয়েছে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র। এটিকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূতের পরামর্শ দিয়েছে কমিশন।’
সাংবাদিকতার সুরক্ষা আইনের সুপারিশ করা হয়েছে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, ‘প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। তবে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন।’