বিমসটেক সম্মেলন ইউনূস মোদি বৈঠক নিয়ে ভারতের ধোঁয়াশা

- আপডেটঃ ০৫:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৫২২ বার পঠিত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেক জোটের শীর্ষ সম্মেলন। এ সম্মেলন ঘিরে জোর আলোচনা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে। কিন্তু, সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, অনিশ্চয়তা দেখা দিয়েছে বৈঠকটি নিয়ে। এখনও পর্যন্ত এ বৈঠক নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি।
গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকের ফাঁকে প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘যে দ্বিপক্ষীয় বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে বলার মতো কোনো আপডেট নেই।’
এর আগে, শুক্রবার সকালেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে, এপ্রিলের ২ থেকে ৪ তারিখ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা, সে বিষয়ে ঢাকার কাছ থেকে তারা প্রস্তাব পেয়েছে। কিন্তু সেই বৈঠক হবে কিনা, ভারতের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত হয়নি। সরকারি সূত্র বলছে, দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মুখোমুখি বৈঠক নিয়ে ভারত সরকারের নীতিনির্ধারকদের মধ্যে স্পষ্টতই দ্বিধাবিভক্তি আছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় আট মাস হতে চললেও এখনও নরেন্দ্র মোদির সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকেও ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের বাংলাদেশ আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। আসন্ন বিমসটেক সম্মেলনেও তাদের বৈঠকের বিষয়ে ধোঁয়াশা অব্যাহত রাখল ভারত।