বিএনপির ঘোর আপত্তি ২৪ ও ৭১-কে এক কাতারে আনার প্রস্তাবে

- আপডেটঃ ০৮:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৫১৯ বার পঠিত
সংবিধান সংস্কারের ক্ষেত্রে দেশের নাম পরিবর্তন করাকে বিএনপি উচিত মনে করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেইসঙ্গে চব্বিশ এবং একাত্তরকে একই কাতারে রাখার ব্যাপারেও বিএনপি দ্বিমত পোষণ করে বলেও জানান তিনি।
আজ রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এ নেতা।
জাতীয় ঐকমত্য কমিশনে দলের মতামত জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও জানান, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা। দুদক-জনপ্রশাসন এবং বিচারবিভাগের অনেক প্রস্তাবনায় একমত হলেও জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনঃনির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মতামত দিয়েছে বিএনপি।
সংস্কার নিয়ে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত হলেও বিএনপির আপত্তি রয়েছে অন্য অনেক প্রস্তাবে। যার মধ্যে অন্যতম সংবিধান ইস্যু। গণতন্ত্রের চরিত্র হারানোয় সংবিধান সংশোধন দরকার বলে জানান সালাহউদ্দিন। তবে, গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা দেখছে না তার দল।
নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটিতে রাখার বিপক্ষে মত দেওয়া হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণও কমিশনের সাংবিধানিক এখতিয়ার। একই সঙ্গে এনআইডি সেবা আলাদা প্রতিষ্ঠানে গেলে সঙ্কট বাড়বে বলে বিএনপি মনে করে।
গণভোট প্রসঙ্গে দলের অবস্থান জানিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দেন এই বিএনপি নেতা।