ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৫২৩ বার পঠিত

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা।

 

আজ বুধবার (১৪ মে) দুপুর পৌনে ২টা থেকে তারা শাহবাগ অবরোধ করেন। তাদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

 

এর আগে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে আলটিমেটামে সরকারের পক্ষ থেকে কেনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন তারা।

 

সম্প্রতি সারাদেশে নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।

 

তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

আপডেটঃ ০৬:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা।

 

আজ বুধবার (১৪ মে) দুপুর পৌনে ২টা থেকে তারা শাহবাগ অবরোধ করেন। তাদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

 

এর আগে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে আলটিমেটামে সরকারের পক্ষ থেকে কেনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন তারা।

 

সম্প্রতি সারাদেশে নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।

 

তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।