পিএসজির জয়ের ফ্রান্সে সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৫ শতাধিক

- আপডেটঃ ০৭:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৫৪০ বার পঠিত
অবশেষে চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপা হাতে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। ফাইনালে ইন্টার মিলানকে রীতিমতো বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্টরা। তবে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ রূপ নিয়েছে সহিংসতায়।
গতকাল শনিবার (৩১ মে) রাতে মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শেষ হওয়ার পরই প্যারিসে শুরু হয় উদযাপন, যা অল্প সময়েই রূপ নেয় বিশৃঙ্খলায়। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে কড় পর্দায় দেখানো হয়েছিল খেলা। খেলা শেষে বিশাল মিছিল বের হয় চ্যাম্পস-এলিস অ্যাভিনিউতে।
ফ্রান্সের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, দাঙ্গায় ১৭ বছর বয়সী এক কিশোরসহ কমপক্ষে দুইজন নিহত হন এবং ১৯২ জন আহত হয়েছেন।
আজ রোববার (০১ জুন) সকাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়ন অনুযায়ী ফ্রান্সজুড়ে ৫৫৯ জনকে আটক করা হয়। তবে শুধু রাজধানী প্যারিসে ৪৯১ জনকে আটক করা হয়।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম জয়ের পর, উদযাপন ধ্বংসাত্মক হয়ে ওঠে বলে প্রতিবেদনে জানানো হয়। ফ্রান্স২৪-এর মতে, প্যারিসে চ্যাম্পস-এলিসিস থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গাড়ির ধাক্কায় স্কুটার আরোহী এক ব্যক্তি নিহত হন।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ড্যাক্সে, পিএসজির জয় উদযাপনের সময় এক ১৭ বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর হত্যাকারী পালিয়ে যায়।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপা জয়ের পর রোববার চ্যাম্পস-এলিসিতে একটি বিজয় কুচকাওয়াজ করার জন্য প্রস্তুত ছিল পিএসজি।
তবে, প্যারিস এবং দেশের অন্যান্য অংশে রাতভর উদযাপন করার পর সহিংসতা ছড়িয়ে পড়ে।