ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ভ্যাট দিবস আজ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৫৭৪ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ড ভবন, আগারগাও

জাতীয় ভ্যাট দিবস আজ। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’। প্রতি বছর ১০ ডিসেম্বরে জাতীয় ভ্যাট দিবস পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সাথে আজ থেকে শুরু হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ যা চলবে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আজ এক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজস্ব প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, রাষ্ট্র পরিচালনাসহ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং সব ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের অন্যতম উৎস রাজস্ব খাত।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্‌যাপনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

জাতীয় ভ্যাট দিবস আজ

আপডেটঃ ০৩:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

জাতীয় ভ্যাট দিবস আজ। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’। প্রতি বছর ১০ ডিসেম্বরে জাতীয় ভ্যাট দিবস পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সাথে আজ থেকে শুরু হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ যা চলবে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আজ এক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজস্ব প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, রাষ্ট্র পরিচালনাসহ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং সব ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের অন্যতম উৎস রাজস্ব খাত।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্‌যাপনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।