ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর একাংশে ১২টা থেকে নেই বিদ্যুৎ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ৫৫৫ বার পঠিত

বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত। বিদ্যুতবিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

 

আজ রাজধানীর বাংলামোটর, কাওরানবাজার, মগবাজার, হাতিরপুল, কাঁঠালবাগানসহ আশেপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে এফডিসির সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় ভূগর্ভস্থ কেবল কাটা পড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

 

ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালাচ্ছে।

 

কাওরানবাজার এলাকার এক বাসিন্দা বলেন, ‘অফিস বন্ধ থাকায় আজ বাসায় ছিলাম। ৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে বাসায় টেকা যাচ্ছে না।’

 

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

রাজধানীর একাংশে ১২টা থেকে নেই বিদ্যুৎ

আপডেটঃ ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত। বিদ্যুতবিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

 

আজ রাজধানীর বাংলামোটর, কাওরানবাজার, মগবাজার, হাতিরপুল, কাঁঠালবাগানসহ আশেপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে এফডিসির সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় ভূগর্ভস্থ কেবল কাটা পড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

 

ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালাচ্ছে।

 

কাওরানবাজার এলাকার এক বাসিন্দা বলেন, ‘অফিস বন্ধ থাকায় আজ বাসায় ছিলাম। ৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে বাসায় টেকা যাচ্ছে না।’