ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের হঠাৎ করেই উত্তরে আবার শৈত্যপ্রবাহ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৯৬ বার পঠিত

হঠাৎ করেই কমেছে কুড়িগ্রামের তাপমাত্রা। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।তবে সকাল ১০টার পর সূর্যের দেখা মিলেছে।

 

বর্তমানে ভরা বোরো ধান রোপণের মৌসুম চলছে। এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদনদী অববাহিকার চরাঞ্চলের মানুষ।

 

সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশাচালক আসলাম বলেন, কিছু দিন থাকি ঠান্ডা কমে গেছে। হঠাৎ করে কেন জানি আজ খুব ঠান্ডা রাস্তায় লোকজনও কম।

 

ওই এলাকার কৃষক ছবরুল মিয়া বলেন, বোরো ধান রোপণ করছি। কয়েক দিনের চেয়ে আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে।

 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

কুড়িগ্রামের হঠাৎ করেই উত্তরে আবার শৈত্যপ্রবাহ

আপডেটঃ ০১:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

হঠাৎ করেই কমেছে কুড়িগ্রামের তাপমাত্রা। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।তবে সকাল ১০টার পর সূর্যের দেখা মিলেছে।

 

বর্তমানে ভরা বোরো ধান রোপণের মৌসুম চলছে। এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদনদী অববাহিকার চরাঞ্চলের মানুষ।

 

সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশাচালক আসলাম বলেন, কিছু দিন থাকি ঠান্ডা কমে গেছে। হঠাৎ করে কেন জানি আজ খুব ঠান্ডা রাস্তায় লোকজনও কম।

 

ওই এলাকার কৃষক ছবরুল মিয়া বলেন, বোরো ধান রোপণ করছি। কয়েক দিনের চেয়ে আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে।

 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।