ঢাকা , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এনভয় টেক্সটাইলসের ইজিএমে এমডি নির্বাচিত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • / ৬২৪ বার পঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। একই সময় উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশীর নিয়োগের বিরোধিতা করেন অধিকাংশ শেয়ারহোল্ডার। গতকাল গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে এ সিদ্ধান্ত নেয়।

 

উচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা মেনে কোম্পানিটির এমডি ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য ইজিএম করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের মধ্যে ১০ কোটি ১ লাখ ৫১ হাজার ৯৪২ ভোট তানভীর আহমেদের পক্ষে দেয়া হয়, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ। এছাড়া এনভয় টেক্সটাইলসের উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশীর নিয়োগের বিপক্ষে ভোট পড়ে ১০ কোটি ১ লাখ ৩৯ হাজার ৯১২টি, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ।

 

গত ২৯ জানুয়ারি ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এনভয় টেক্সটাইলসের পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশী ইজিএম স্থগিতের বিষয়ে হাইকোর্টে আপিল করেন। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ শুনানি শেষে আপিল খারিজ করে দিয়েছেন।

 

২০২২ সালের জুনে আবদুস সালাম মুর্শেদীকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক থেকে সরিয়ে দেয় বোর্ড কমিটি। এরপর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তানভীর আহমেদকে নিয়োগ দেন হাইকোর্ট। মুর্শেদী এ নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন।

 

আপিল বিভাগের আদেশ অনুসারে, কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে পারবেন না সালাম মুর্শেদী। পরবর্তী সময়ে ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন।- বিজ্ঞপ্তি

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

এনভয় টেক্সটাইলসের ইজিএমে এমডি নির্বাচিত

আপডেটঃ ০৬:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। একই সময় উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশীর নিয়োগের বিরোধিতা করেন অধিকাংশ শেয়ারহোল্ডার। গতকাল গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে এ সিদ্ধান্ত নেয়।

 

উচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা মেনে কোম্পানিটির এমডি ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য ইজিএম করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের মধ্যে ১০ কোটি ১ লাখ ৫১ হাজার ৯৪২ ভোট তানভীর আহমেদের পক্ষে দেয়া হয়, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ। এছাড়া এনভয় টেক্সটাইলসের উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশীর নিয়োগের বিপক্ষে ভোট পড়ে ১০ কোটি ১ লাখ ৩৯ হাজার ৯১২টি, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ।

 

গত ২৯ জানুয়ারি ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এনভয় টেক্সটাইলসের পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশী ইজিএম স্থগিতের বিষয়ে হাইকোর্টে আপিল করেন। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ শুনানি শেষে আপিল খারিজ করে দিয়েছেন।

 

২০২২ সালের জুনে আবদুস সালাম মুর্শেদীকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক থেকে সরিয়ে দেয় বোর্ড কমিটি। এরপর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তানভীর আহমেদকে নিয়োগ দেন হাইকোর্ট। মুর্শেদী এ নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন।

 

আপিল বিভাগের আদেশ অনুসারে, কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে পারবেন না সালাম মুর্শেদী। পরবর্তী সময়ে ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন।- বিজ্ঞপ্তি