ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এস আলম গ্রুপের গুদামে পুড়ে গেছে ‘লাখ টন’ চিনি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৬৭০ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলের ভয়াবহ আগুনে ১ লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়।

 

কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ইছানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের দু’টি ইউনিট থেকে দৈনিক আড়াই হাজার টন চিনি উৎপাদন হয়ে থাকে। সোমবার বিকেল ৪টার দিকে ওই ইন্ডাস্ট্রিজের ৬টি গুদামের মধ্যে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর টানা ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আগুন নেভাতে সহায়তা করেন।

 

এস আলম গ্রুপ জানায়, রমজান মাস সামনে রেখে ব্রাজিল থেকে এক লাখ টন অপরিশোধিত চিনি আনা হয়েছিল।এস আলম সুগার মিলের গুদামে অগ্নিকাণ্ডের খবরে ব্যবসায়ীরা চট্টগ্রামের বাজারে চিনির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

এস আলম গ্রুপের গুদামে পুড়ে গেছে ‘লাখ টন’ চিনি

আপডেটঃ ১২:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলের ভয়াবহ আগুনে ১ লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়।

 

কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ইছানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের দু’টি ইউনিট থেকে দৈনিক আড়াই হাজার টন চিনি উৎপাদন হয়ে থাকে। সোমবার বিকেল ৪টার দিকে ওই ইন্ডাস্ট্রিজের ৬টি গুদামের মধ্যে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর টানা ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আগুন নেভাতে সহায়তা করেন।

 

এস আলম গ্রুপ জানায়, রমজান মাস সামনে রেখে ব্রাজিল থেকে এক লাখ টন অপরিশোধিত চিনি আনা হয়েছিল।এস আলম সুগার মিলের গুদামে অগ্নিকাণ্ডের খবরে ব্যবসায়ীরা চট্টগ্রামের বাজারে চিনির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।