ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অবন্তিকার মৃত্যুতে অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী রিমান্ড মঞ্জুর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / ৫৬১ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

আজ সোমবার (১৮ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন। এর আগে, রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে তাদের কুমিল্লায় নিয়ে যায় কুমিল্লা জেলা পুলিশ।

 

এর আগে সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দু-দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

 

আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর রবিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রবিবার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

 

এর আগে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

অবন্তিকার মৃত্যুতে অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী রিমান্ড মঞ্জুর

আপডেটঃ ০১:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

আজ সোমবার (১৮ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন। এর আগে, রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে তাদের কুমিল্লায় নিয়ে যায় কুমিল্লা জেলা পুলিশ।

 

এর আগে সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দু-দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

 

আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর রবিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রবিবার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

 

এর আগে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা।