ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র হজে হাজিদের বরণে প্রস্তুত সৌদি আরব

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ৫৪৪ বার পঠিত

পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণে প্রস্তুত সৌদি আরব সরকার।আগামী বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইট শুরু হলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি অনেক বেসরকারি এজেন্সি।

 

বাংলাদেশ হজ মিশন হজ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, এই বছর পবিত্র হজ পালনের লক্ষে সৌদি আরবে বিভিন্ন দেশের হাজিরা সমবেত হতে শুরু করেছেন। বাংলাদেশি হাজিদের বরণ করে নিতে আমরা প্রস্তুত।

 

হাজিদের থাকার বিষয়ে আল তাকওয়া ট্রাভেল এজেন্সির এক কর্মকর্তা বলেন, অনেক বেসরকারি ট্রাভেল এজেন্সি এখনও মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বলে আমরা খবর পেয়েছি। সময় মত বাড়ি ভাড়া করতে না পারার জন্য এজেন্সি মালিকদের দায়ি করছেন অনেক হোটেল ব্যবসায়ীরা।

 

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে যান। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় গিয়েছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

 

সৌদি তথ্য বলছে, এবার রমজান মাসে মদিনায় পবিত্র মসজিদে নববীতে ৩ কোটি ৩০ লাখ মুসলমান তারাবিহ আদায় করেছেন। এবার হজে মদিনায় আসা-যাওয়া হজযাত্রীদের দেখভালের জন্য এরইমধ্যে সাড়ে তিন হাজার কর্মী নিযুক্ত করেছে সৌদি হজ মন্ত্রণালয়।

 

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ০৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

পবিত্র হজে হাজিদের বরণে প্রস্তুত সৌদি আরব

আপডেটঃ ০১:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণে প্রস্তুত সৌদি আরব সরকার।আগামী বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইট শুরু হলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি অনেক বেসরকারি এজেন্সি।

 

বাংলাদেশ হজ মিশন হজ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, এই বছর পবিত্র হজ পালনের লক্ষে সৌদি আরবে বিভিন্ন দেশের হাজিরা সমবেত হতে শুরু করেছেন। বাংলাদেশি হাজিদের বরণ করে নিতে আমরা প্রস্তুত।

 

হাজিদের থাকার বিষয়ে আল তাকওয়া ট্রাভেল এজেন্সির এক কর্মকর্তা বলেন, অনেক বেসরকারি ট্রাভেল এজেন্সি এখনও মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বলে আমরা খবর পেয়েছি। সময় মত বাড়ি ভাড়া করতে না পারার জন্য এজেন্সি মালিকদের দায়ি করছেন অনেক হোটেল ব্যবসায়ীরা।

 

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে যান। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় গিয়েছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

 

সৌদি তথ্য বলছে, এবার রমজান মাসে মদিনায় পবিত্র মসজিদে নববীতে ৩ কোটি ৩০ লাখ মুসলমান তারাবিহ আদায় করেছেন। এবার হজে মদিনায় আসা-যাওয়া হজযাত্রীদের দেখভালের জন্য এরইমধ্যে সাড়ে তিন হাজার কর্মী নিযুক্ত করেছে সৌদি হজ মন্ত্রণালয়।

 

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ০৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।