ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৫৭০ বার পঠিত

সবে গরম পড়তে শুরু করেছে। চৈত্রের প্রথম দিন থেকে উত্তরাঞ্চলে গরমের প্রভাব শুরু হয়েছে কিছুটা। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর।

 

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৪ অঞ্চল রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

 

বুধবার ২০ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপডেটঃ ১১:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সবে গরম পড়তে শুরু করেছে। চৈত্রের প্রথম দিন থেকে উত্তরাঞ্চলে গরমের প্রভাব শুরু হয়েছে কিছুটা। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর।

 

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৪ অঞ্চল রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

 

বুধবার ২০ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।