ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখ খান কেমন আছেন, জানালেন বন্ধু জুহি চাওলা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / ৫৭৮ বার পঠিত

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। শাহরুখের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন পড়েন।

 

এরপর থেকেই শাহরুখের শারীরিক পরিস্থিতি জানতে মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন শাহরুখের বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলা।

 

ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, ‘ভক্তদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমাদের সবার প্রিয় শাহরুখ খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করছি আগামী ২৬ মে আইপিএলের ফাইনালের দিন মাঠে ফিরবেন তিনি।’

 

জানা গেছে, গত ২২ মে নিজের দল ‘কোলকাতা নাইট রাইডার্স’-এর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের খেলা দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু খেলা চলাকালে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এরপরই আহমেদাবাদের শহরের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তবে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান বা তার পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি।

 

তবে তিনি এখন শঙ্কা মুক্ত। এদিকে শাহরুখের কথা মাথায় রেখে হাসপাতালেও নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। আজই নাকি বাসায় পাঠানো হতে পারে এই অভিনেতাকে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

শাহরুখ খান কেমন আছেন, জানালেন বন্ধু জুহি চাওলা

আপডেটঃ ০৬:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। শাহরুখের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন পড়েন।

 

এরপর থেকেই শাহরুখের শারীরিক পরিস্থিতি জানতে মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন শাহরুখের বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলা।

 

ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, ‘ভক্তদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমাদের সবার প্রিয় শাহরুখ খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করছি আগামী ২৬ মে আইপিএলের ফাইনালের দিন মাঠে ফিরবেন তিনি।’

 

জানা গেছে, গত ২২ মে নিজের দল ‘কোলকাতা নাইট রাইডার্স’-এর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের খেলা দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু খেলা চলাকালে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এরপরই আহমেদাবাদের শহরের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তবে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান বা তার পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি।

 

তবে তিনি এখন শঙ্কা মুক্ত। এদিকে শাহরুখের কথা মাথায় রেখে হাসপাতালেও নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। আজই নাকি বাসায় পাঠানো হতে পারে এই অভিনেতাকে।